এহসান রানা, ফরিদপুর : ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদ উপনির্বাচন শান্তিপূর্ণভাবে ভোটঅনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী মো. শহিদুল ইসলাম বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী মো. আজিজুর রহমান মোল্লা (আনারস)। এনির্বাচনে তৃতীয়স্থান পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী অ্যাড. গোলাম মনসুর নান্নু। উপনির্বাচনে চতুর্থস্থান অর্জনকারী জাতীয়পার্টির প্রার্থী আলী আহম্মদ জামানত হারিয়েছেন। এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৬১ হাজার ৯২৭ জন। ভোটাধিকারপ্রয়োগ করেছেন ৬৮ হাজার ৬৩৩ জন। শতকরা ৪৩.০৩ শতাংশ ভোট পড়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা ও উপনির্বাচনের রিটার্নিং অফিসার মো. হাবিবুর রহমান রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলামিলনায়তনে এ ফলাফল ঘোষণা করেন।
মধুখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. আজিজুল ইসলাম জানান, উপজেলার সকল কেন্দ্রথেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী মো. শহিদুল ইসলাম পেয়েছেন ৩৭ হাজার ৭৭৮ ভোট, মো. আজিজুর রহমান মোল্লা পেয়েছেন ১৬হাজার ২৩৭, অ্যাড. গোলাম মনসুর নান্নু ১৪ হাজার ০৫২ ভোট ও আলী আহম্মদ পেয়েছেন ৫৬৬ ভোট।