নিজস্ব প্রতিবেদক, ঢাকা : বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলালউদ্দিন জানিয়েছেন, চলমান লকডাউনে দোকানপাট ও শপিংমল খুলে দেয়া হতে পারে।
মঙ্গলবার (২০ এপ্রিল) রাতে গণমাধ্যমকে তিনি বলেন, আমরা আশা করছি প্রধানমন্ত্রী আগামী সোমবার (২৬ এপ্রিল) থেকে দেশের দোকানপাট ও বিপণি বিতান খুলে দেয়ার ব্যবস্থা করবেন।
হেলাল উদ্দিন বলেন, গতবছর আমরা পহেলা বৈশাখ ও রোজায় ব্যবসা করতে পারিনি। আমাদের লাখ লাখ ব্যবসায়ী লোকসানের মুখে পড়েছেন। এবার রোজায় ব্যবসা করতে না পারলে লক্ষাধিক ব্যবসায়ী পথে বসবেন। তাই আমরা আশা করছি প্রধানমন্ত্রী আমাদের দাবি সুবিবেচনা করবেন।
তিনি বলেন, আমাদের দাবি মেনে সোমবার থেকে দোকান ও শপিংমল খুলে দেয়া হলে আমরা শতভাগ স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা করব।
এদিকে চলমান ‘লকডাউনের’ মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার (২০ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে ২২ এপ্রিল ভোর ৬টা থেকে ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত পরবর্তী লকডাউনে কঠোর বিধিনিষেধ মেনে চলার জন্য বলা হয়েছে।
সময় জার্নাল/আরইউ