আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারত। দেশটিতে প্রতিদিনই বেড়ে চলেছে আক্রান্ত ও মৃত্যুর তালিকা। গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে ভারতে। এ দিন মৃত্যুর সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে দেশটিতে। এছাড়া আক্রান্তের সংখ্যাও তিন লাখ ছুঁই ছুঁই করছে।
বুধবার (২১ এপ্রিল) ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯৪ হাজার ২৯০ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ৫৬ লাখ ৯ হাজার ৪ জন। এ দিন মৃত্যু হয়েছে ২ হাজার ২০ জনের। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল এক লাখ ৮২ হাজার ৫৭০ জন। এগুলো দেশটিতে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড।
এরই মধ্যে লকডাউন করা হয়েছে রাজধানী দিল্লিকে। রোগীর চাপ সামলাতে চার ও পাঁচ তারকা মানের হোটেলগুলোকে করোনা হাসপাতালে রূপান্তর করা হয়েছে।
সময় জার্নাল/আরইউ