ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
মহিমা খাতুন পলি (২২)। উত্তরবঙ্গের একমাত্র নারী দোতারা বাদক। প্রতিভাবান এই শিল্পী বর্তমানে সরকারি সংগীত কলেজ ঢাকায় অধ্যয়নরত। বেশ কিছুদিন ধরেই অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। যন্ত্রশিল্পী পলির মা মর্জিনা বেগম কান্নাজড়িত কণ্ঠে জানান, জীবনে কিছু চাইনি।
তেমন অর্থবিত্তও নেই। শুধু চেয়েছি আমার মেয়েটা গানের মধ্যে বেঁচে থাকুক। সেই মেয়ে আজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। চিকিৎসকরা জানিয়েছেন, পলির অবস্থা আর একটু খারাপ হলেই তাকে ফেরানো সম্ভব হবে না।
মূলত জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন পলি। ডেঙ্গু টেস্ট করালে রেজাল্ট নেগেটিভ আসে। তবে জ্বর না কমায় হাসপাতালে চিকিৎসা চলছে পলির। চিকিৎসকের বরাত দিয়ে পলির মা বলেন, শারমিনের রক্তের সেল ক্রমেই নষ্ট হচ্ছে।
তার শরীরে নতুন করে রক্ত উৎপাদন হচ্ছে না বলেই দিন দিন অবস্থা খারাপ হচ্ছে। গত ১৫ দিন হাসপাতালের বেডে একই অবস্থায় পড়ে আছে। কোনো উন্নতি হচ্ছে না।আগামী দুই দিন যদি শারমিনের অবস্থার উন্নতি না হয় তাহলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নিয়ে যেতে হবে। তবে এজন্য যত অর্থের দরকার তা তার কাছে নেই। তার উন্নত চকিৎিসার জন্য টাকার প্রয়োজন।
এদিকে তার চিকিৎসা ব্যয় বহন করে ইতোমধ্যে পরিবারটি হতাশাগ্রস্থ হয়ে পড়েছে। স্বল্প সময়ে সু-চিকিৎসা না হলে তার জীবন প্রদীপ নিভে যেতে পারে। এমন পরিস্থিতিতে চিকিৎসার জন্য সমাজের স্বচ্ছল মানুষদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন অসহায় পরিবারটি ।
হৃদয়বান ব্যক্তিরা তার পাশে দাঁড়ালে তিনি আবার সুস্থ হয়ে উঠতে পারেন। দোতারায় আবার বেজে উঠবে সঙ্গীতের মূর্চ্ছনা। সাহায্য পাঠানোর ঠিকানা - মহিমা খাতুন পলি , সোনালী ব্যাংক লিমিটেড, পি,এস,সি শাখা,আগারগাঁও ঢাকা , ব্যাংক একাউন্ট নাম্বার ০১১০৭০১০০৮৫৫৯। বিকাশ নাম্বার পারসোনাল ০১৭৩৫ ৭৩৭ ৬০৬।
সময় জার্নাল/এলআর