সময় জার্নাল প্রতিবেদক:
মালয়েশিয়ার মাহসা বিশ্ববিদ্যালয়ের সেরা শিক্ষার্থী নির্বাচিত হয়ে ‘ইন্ডাস্ট্রি অ্যাওয়ার্ড’ পেয়েছেন বাংলাদেশি শিক্ষার্থী হাফেজ বশির ইবনে জাফর। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি অনুষদের সেরা শিক্ষার্থী হিসেবে তাঁকে এই পুরস্কার দেওয়া হয়।
মালয়েশিয়ার মাহসা বিশ্ববিদ্যালয়ের ৬১তম সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষার্থীদের অন্যতম সেরা সম্মাননা ‘ইন্ডাস্ট্রি অ্যাওয়ার্ড’ পান বাংলাদেশের বশির।
আজ শনিবার বিশ্ববিদ্যালয়টির বলরুম হলে আয়োজিত সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহসা বিশ্ববিদ্যালয়ের প্রো-চ্যান্সেলর এবং চেয়ারম্যান ইয়ং বারহরমাত সিনেটর প্রফেসর তানশ্রি ড. মুহাম্মদ হানিফা বিন আবদুল্লাহ।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন চ্যান্সেলর প্রফেসর ড. দাতো ইসহাক বিন আবদুল রাজাক, ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. দাতো ইকরাম শাহ বিন ইসমাইল, প্রফেসর ডক্টর দাতো শাহরিল বিন হানিফা, জিম্বাবুয়ের রাষ্ট্রদূত সুবার্তো যাকাতা, সিমেট্রি ইঞ্জিয়ারিং ইন্ডাস্ট্রির ডিরেক্টর মি. চং প্রমুখ।
বিশ্ববিদ্যালয়টি প্রতি বছর তাদের সমাবর্তন অনুষ্ঠানে বিভিন্ন ফ্যাকাল্টি থেকে সেরা শিক্ষার্থীদের নির্বাচিত করে এই অ্যাওয়ার্ড দিয়ে থাকে। এক্ষেত্রে শিক্ষাজীবনে ভালো ফলাফল, এক্সট্রাকারিকুলার অ্যাক্টিভিটিসে ভালো পারফর্মেন্স, ক্যাম্পাসে শিক্ষার্থীদের সফল নেতৃত্বদান এবং আগামীর সম্ভাবনাময় তারুণ্য বিবেচনা করা হয়।
বশির ইবনে জাফর তার ফেসবুক পেজে এক পোস্টে লিখেন, আলহামদুলিল্লাহ এটি আমার একাডেমিক শিক্ষাজীবনের সেরা সম্মাননা 'ইন্ডাস্ট্রি অ্যাওয়ার্ড' গ্রহণ করেছি।
শিক্ষাজীবনে ভালো ফলাফল, এক্সট্রাকারিকুলার এক্টিভিটিসে ভালো পারফর্মেন্স, ক্যাম্পাসে শিক্ষার্থীদের সফল নেতৃত্বদান এবং আগামীর সম্ভাবনাময় তারুণ্য বিবেচনায় ইঞ্জিনিয়ারিং এন্ড ইনফরমেশান টেকনোলজি অনুষদের সেরা শিক্ষার্থী হিসেবে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
মালয়েশিয়ার মাহসা বিশ্ববিদ্যালয়ের ২১তম সমাবর্তনে আমাকে এই সম্মাননা প্রদান করছেন প্রফেসর ডাতো ডক্টর ইসহাক, প্রো চ্যান্সেলর মাহসা।
সময় জার্নাল/এমআই