মুরাদ ইমাম কবির, হিলি প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা সীমান্তবর্তী গ্রামে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী শালি-দুলাভাইকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বিরামপুর থানা পুলিশ জানায়, রবিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল উপজেলার ২নং কাটলা ইউনিয়নস্থ উত্তর দাউদপুর গ্রামে জনৈক কামিলের পানের বরজের পার্শ্বে উত্তর দাউদপুর গ্রাম হতে কাটলা বাজার গামী কাচা রাস্তার উপর অভিযান চালায়। এসময় ছয় বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল ও ফেন্সিডিল বিক্রির নগদ ৫ হাজার ২৭০ টাকা সহ মাদক ব্যবসায়ী শালী লাবনী আক্তার (২৬) ও দুলাভাই মোস্তাফিজুর রহমান (৩৫) কে হাতেনাতে গ্রেফতার করা।
গ্রেপ্তারকৃত শালী-দুলাভাই হলেন, বিরামপুর উপজেলা ২নং কাটলা ইউনিয়নের উত্তর দাউদপুর গ্রামের গোলাম মোস্তফার স্ত্রী লাবনী আক্তার (২৬) ও দক্ষিন দাউদপুর গ্রামের মজির উদ্দিন ওরফে মজু'র ছেলে মোস্তাফিজুর রহমান (৩৫)।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনায় সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামী মাদক ব্যবসায়ী শালী-দুলাভাইয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি(২)/২৫-ডি ধারায় মামলা রজু করা হয়েছে।
সময় জার্নাল/এলআর