এম.পলাশ শরীফ:
বাগেরহাটের মোরেলগঞ্জে আড়াই কেজি গাঁজাসহ সিরাজ মোল্লা(৫০) নামে এক ব্যাক্তিকে আটক করেছে বাগেরহাট জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশ। সোমবার বেলা ১২টার দিকে মোরেলগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বিএম পরিবহন থেকে তাকে আটক করা হয়। সিরাজ মোল্লা বরিশাল জেলার মুলাদী উপজেলার আজগর মোল্লার ছেলে। সিরাজ মোল্লা জানান, মোরেলগঞ্জের খাউলিয়া গ্রামের জনৈক কালুর নিকট ওই গাঁজার চালানটি পৌছে দেওয়ার জন্য সে বহন করছিলো, যার স্থানীয় মূল্য প্রায় দুই লাখ টাকা।
এ বিষয়ে অভিযানে থাকা ডিবি পুলিশের ইন্সপেক্টর সুরেশ চন্দ্র হালদার বলেন, ঢাকা থেকে শরণখোলা গামী বিএম পরিবহনে মাদক বিক্রেতা সিরাজ মোল্লা যাত্রীবেশে গাঁজার একটি চালান নিয়ে মোরেলগঞ্জের পল্লীমঙ্গল এলাকায় নামবে এমন সংবাদের ভিত্তিতে ওই যাত্রীকে অনুসরণ করা হয়। মোরেলগঞ্জ স্ট্যান্ডে গাড়িটি পৌছালে সিরাজকে গাঁজাসহ আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
এমআই