জীবন হক, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়ন পরিষদে শালিস বৈঠককে কেন্দ্র করে হামলার ঘটনা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২০ এপ্রিল) এ ঘটনা ঘটে।
পরে ইউপি চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন বাদী হয়ে রুহিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে নুর হোসেন (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করে।
ঢোলারহাট ইউনিয়নের ঢোলারহাট বাজারের ব্যবসায়ী সুদীপ চন্দ্র বর্মন (৩৪) এর সাথে নুর হোসেনের দোকানে কেনা-বেচা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই দিন দুজনের মধ্যে প্রথমে বাকবিতন্ডা ও পরে হাতাহাতি হয়।
বিষয়টি মীমাংসার জন্য চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন উভয় পক্ষকে ইউপি কার্যালয়ে বৈঠকে ডাকেন। সুদীপ চন্দ্র বর্মন কার্যালয়ে উপস্থিত হলেও নুর হোসেন মোবাইল ফোনে ২০-৩০ জনকে ডেকে হামলা চালায়। এ সময় তারা ইউপি কার্যালয় হামলা চালিয়ে বিভিন্ন সরঞ্জাম ভাংচুর করে। পরে বিষয়টি রুহিয়া থানা পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
এ ঘটনায় ঢোলারহাট ইউপি চেয়ারম্যান বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে ১৫-২০ জনকে অজ্ঞাত করে রুহিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত নুর হোসেনকে গ্রেফতার করেছে।
রুহিয়া থানার ওসি চিত্ত রঞ্জন রায় ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
সময় জার্নাল/এমআই