মাহমুদুল হাসান, কুবি প্রতিনিধি:
নাটকীয়তা শেষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৩ স্থগিত ঘোষণা করা হয়েছে। শিক্ষকদের দুই পক্ষের মুখোমুখি অবস্থানের কারনে এবং ভোট গ্রহনের সময় পার হয়ে যাওয়ায় প্রধান নির্বাচন কমিশনার ড. জি. এম. মনিরুজ্জামান নির্বাচন কক্ষের সামনে এসে এই ঘোষণা দেন।
এসময় তিনি বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গঠনতন্ত্র ও নিয়ম অনুযায়ী গঠিত নির্বাচন কমিশন বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ৮টা থেকে ভোট গ্রহণের জন্য সকল আয়োজন সম্পন্ন করে প্রস্তুত ছিলো। উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে উপস্থিত শিক্ষকবৃন্দের দুই পক্ষের দুই আবেদনের ভিত্তিতে এবং তফসিলে উল্লিখিত ভোটগ্রহনের সময় দুপুর ১টা পার হয়ে যাওয়ায় আজকের ভোটগ্রহন নির্বাচন কমিশন কর্তৃক স্থগিত ঘোষণা করা হলো।
তবে আজকের মত এই নির্বাচন স্থগিত ঘোষণা করা হলেও পরবর্তী নির্বাচন কবে হবে সেই ব্যাপারে কোন সিদ্ধান্ত জানানো হয়নি।
উল্লেখ্য, এর আগে বিশ্ববিদ্যালয়ের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৩ এর প্রতি ১০৬ জন শিক্ষক স্বাক্ষরিত একটি অনাস্থা পত্র দেয়া হলেও তা আমলে না নিয়েই নির্বাচনের আয়োজন করে শিক্ষকদের একটি অংশ।
এমআই