জেলা প্রতিনিধি : খাগড়াছড়িতে ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তি (শান্তি চুক্তি) এর ২৫ বর্ষপূর্তি উপলক্ষে মহালছড়ি উপজেলাধীন করল্যাছড়ি জুনিয়র হাই স্কুল মাঠে এক বিশাল গণসমাবেশ ও আলোচনা সভার আয়োজন করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা)। ২ ডিসেম্বর এ সভায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সাধারণ সম্পাদক বিমল কান্তি চাকমা।
প্রত্যয় চাকমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের তথ্য ও প্রচার সম্পাদক সুধাকর ত্রিপুরা। এ সময় তিনি বলেন,চুক্তির পঁচিশ বছরেও আমরা শহরের অনেক দুরে করল্যাছড়িতে সমাবেশ করতে হচ্ছে, সাধারণ মানুষ সুখে নেই,কারো মুখে হাসি নেই। শান্তি চুক্তি হলেও মানুষ যে শান্তিতে নেই, এগুলোই প্রমান।
সভাপতির বক্তব্যে বিমল কান্তি চাকমা বলেন, "চুক্তির অনেক গুরুত্বপূর্ণ ধারা এখনো বাস্তবায়ন হয়নি বিধায় পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যার পাশাপাশি ভূমি সমস্যা ও সাংস্কৃতিক আগ্রাসনের মতো সমস্যাগুলো দিন দিন বাড়ছে।"
গণসমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নেতা প্রজ্ঞান খীসা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির সভাপতি জ্ঞানপ্রিয় চাকমা, উপজাতীয় ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি রবি শংকর তালুকদার, ইউপিডিএফ গনতান্ত্রিক এর ছাত্র বিষয়ক সম্পাদক অমল চাকমা, মহিলা সমিতির সভাপতি কাকলী খীসা প্রমূখ।
অবিলম্বে চুক্তির পূর্নাঙ্গ বাস্তবায়নের মাধ্যমে পাহাড়ের মানুষের জীবন মান উন্নয়ন ও স্থায়ী শান্তি স্থাপনের জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানান বক্তারা।
এমআই