নিজস্ব প্রতিবেদক:
কৃষিভিত্তিক বাঙালী সমাজের প্রাচীন উৎসবগুলোর একটি ‘নবান্ন উৎসব’। শস্যভিত্তিক এই লোকজ উৎসবটি অনুষ্ঠিত হয় বাংলার গ্রামগঞ্জে কৃষকের ঘরে ঘরে। তারই ধারাবাহিকতায় রাজধানীর সরকারি তিতুমীর কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে নবান্ন উৎসব ১৪২৯।
'এসো মিলি নবান্নের উৎসবে' এই স্লোগানকে সামনে রেখে এই আয়োজনে থাকছে পিঠা উৎসব, নাটক, নবান্ন মেলা, ঘুড়ি উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
তিতুমীর নাট্যদলের আয়োজনে বুধবার ২২ শে অগ্রহায়ণ (৭ ডিসেম্বর) কলেজে এই উৎসব অনুষ্ঠিত হবে।
বুধবার সকাল ৯টা থেকে নবান্ন মেলা এবং পিঠা উৎসব শুরু হবে এরপর ১১টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও তিতুমীর নাট্যদলের সাধারণ সম্পাদক ওমর আহমেদ অভ্রের নির্দেশনায় ১২টায় কলেজর শহীদ বরকত মিলনায়তনে মঞ্চায়িত হবে জসীম উদ্দিন রচিত নাটকে ❝বেদের মেয়ে❞। সবশেষে বেলা ২টায় থাকছে কলেজ মাঠে ঘুড়ি উৎসব।
৫০০ টাকা ফি দিয়ে এ উৎসবে স্টল দিতে পারবে কলেজের যেকোনো বিভাগ, সংগঠন, শিক্ষার্থীরা।
এ ব্যাপারে তিতুমীর নাট্যদলের সাধারণ সম্পাদক ওমর আহমেদ অভ্র বলেন, আমরা সব সময় দেশীয় সংস্কৃতি চর্চা করি, লালন করি। দেশীয় উৎসব গুলোর সাথে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে এবং ঐতিহ্যময় নবান্ন উৎসবের আনন্দকে তিতুমীর কলেজে ছড়িয়ে দিতে আমাদের এই আয়োজন।
এমআই