বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কম্বাইন্ড ডিগ্রির (ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমাল হাজবেন্ড্রি) দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে পশুপালন অনুষদের শিক্ষার্থীরা।
সোমবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে অনুষদের সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেআর মার্কেট, প্রশাসনিক ভবন, গুরুত্বপূর্ণ সড়ক ও ভেটেরিনারি অনুষদের করিডর প্রদক্ষিণ করে পুনরায় পশুপালন অনুষদের সামনে এসে শেষ হয়। এরপর সেখানে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
বিক্ষোভকারীরা বলেন, 'প্রাণিসম্পদ খাতে দক্ষ জনবল তৈরিতে কম্বাইন্ড ডিগ্রির কোনো বিকল্প নেই। ভেটেরিনারি ও হাজবেন্ড্রি একে অপরের পরিপূরক। বর্তমানে সরকারি-বেসরকারি চাকরির ক্ষেত্রে কম্বাইন্ড ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। অথচ আমাদের বিশ্ববিদ্যালয়ে এখনো তা চালু হয়নি, যা হতাশাজনক।'
তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী বলেন, 'গতকাল আমরা শিক্ষকদের কাছে গিয়েছিলাম আমাদের দাবি জানাতে, কিন্তু সমাধান মেলেনি। আমরা শিক্ষকদের শ্রদ্ধা করি, তাই আশা করছি তাঁরা আমাদের যৌক্তিক দাবির পাশে থাকবেন। বৃহত্তর স্বার্থে কম্বাইন্ড ডিগ্রি চালু এখন সময়ের দাবি।'
আরেক শিক্ষার্থী বলেন, 'শুরুর দিকে ভেটেরিনারি চিকিৎসা, আর হাজবেন্ড্রি প্রোডাকশন নিয়ে কাজ করত। এখন অনেক বিশ্ববিদ্যালয়ে এই দুই বিভাগ একীভূত হয়ে কাজ করছে। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কম্বাইন্ড ডিগ্রি চালু হলেও পটুয়াখালীতে বিভাগ চালুর সময় কিছু শিক্ষক আইনি হস্তক্ষেপ করেছিলেন। এখন আমাদের ন্যায্য দাবির প্রশ্নে দ্বিচারিতা কাম্য নয়।'
শিক্ষার্থীরা জানান, তাদের এই আন্দোলন কোনো পক্ষের বিরুদ্ধে নয়, বরং সেক্টর উন্নয়নের দাবিতে সম্মিলিত আহ্বান। প্রশাসনের প্রতি আহ্বান, দ্রুত কম্বাইন্ড ডিগ্রি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হোক।
একে