আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে সেরেনা নামের একটি হোটেলে বোমা বিস্ফোরণে চারজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। এ সময় হোটেলটিতে চীনের রাষ্ট্রদূত অবস্থান করছিলেন।
বুধবার (২১ এপ্রিল) গভীর রাতে কর্মকর্তারা বোমা বিস্ফোরণের কথা জানিয়েছে। আফগান সীমান্তের নিকটবর্তী বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার হোটেল সেরেনায় গাড়ি পার্কিংয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ এটাকে সন্ত্রাসবাদ হিসেবে উল্লেখ করে গণমাধ্যমকে বলেছেন, ‘বিস্ফোরণে কমপক্ষে চারজন মারা গেছেন এবং ১২ জন আহত হয়েছেন। রাষ্ট্রদূতের নেতৃত্বে প্রায় চারজনের একটি চীনা প্রতিনিধি দল হোটেলটিতে অবস্থান করছিলেন।’
শেখ রশিদ আরও বলেন, ‘বিস্ফোরণের সময় রাষ্ট্রদূত একটি মিটিংয়ে অংশ নিতে হোটেলের বাইরে যান।’
সিনিয়র পুলিশ কর্মকর্তা আজহার ইকরাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সময় হোটেলের বাইরে ছিলেন চীনের রাষ্ট্রদূত।
পাকিস্তানি তালেবানরা এই হামলার দায় স্বীকার করেছে, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেনি। সাম্প্রতিক মাসগুলোতে এই গোষ্ঠী এবং অন্যান্য জঙ্গি সংগঠন আফগানিস্তানের সীমান্তবর্তী উপজাতীয় অঞ্চলে হামলা চালিয়েছে। তথ্য সূত্র : বিবিসি।
সময় জার্নাল/আরইউ