ইসাহাক আলী, নাটোর:
নাটোর সদর উপজেলার ছাতনী ইউনিয়নের তেলকুপি পুরানা পাড়ায় মোটরসাকেলে মেয়ের বাড়ি যাচ্ছিলেন বাবা-মা। পথে তেলকুপি পাচানীপাড়া রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মারা গেছেন মা। আহত হয়েছেন বাবা। আহত বাবাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।নিহত বিজলী(৪৫) জেলার বাগাতিপাড়া উপজেলার কালিকাপুর গ্রামের হেলাল উদ্দীনের
স্ত্রী।
নিহতের বিয়াইন, তেলকুপি পুরানাপাড়ার জহিরের স্ত্রী মনজুরা জানান, প্রায় ৮ মাস আগে তার ছেলে কামরুল ইসলামের সাথে নিহতর মেয়ে হেনার বিয়ে হয়। শুক্রবার দুপুরে মিষ্টির প্যাকেটসহ কিছু খাবার সামগ্রী নিয়ে তার বাড়িতে মোটরসাইকেলে আসছিলেন বিয়াই ও বিয়াইন। তাদের সাথে খাবার খাবেন বলে রান্না করে অপেক্ষা করছিলেন তারা।
জুম্মা নামায পর পৌনে ২ টার দিকে খবর পান তার বাড়ির হাফ কিলোমিটার দূরে পাচানীপাড়া রেলগেটে ট্রেনে কেটে বিয়াইন মারা গেছেন। আহত হয়েছেন বিয়াই। তারা ঘটনাস্থলে পৌছে বিয়াইকে সদর হাসপাতালে পাঠান। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী মোজাম্মেল ও স্থানীয়রা জানান,ওই রেলগেটে কোন গেটম্যান নেই। মোটরসাইকেলটি রেললাইনে ওঠার পরই ট্রেন চলে আসে। মোটরসাইকেলটির সামনের,চাকা রেললাইন পাড় হতেই ট্রেন পৌছে যায়। ওই ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের পেছনে বসা নারী মারা যায়। আহত হেলালের একটি পা গুরুতর জখম হয়েছে এমন দাবীও করেন তারা। সদর থানার ওসি নাছিম আহম্মেদ জানান,বিষয়টি রেলওয়ে থানাকে জানানো হয়েছে।
এমআই