আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার দেশ চাদের নিহত নেতা ইদ্রিস দেবির ছেলে দেশটির নতুন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন।
বুধবার (২১ এপ্রিল) দেশের প্রেসিডেন্সি এক সনদে এ ঘোষণা দেয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।
বিবৃতিতে সেনাবাহিনীর মুখপাত্র জানান, প্রেসিডেন্ট ইদ্রিস ডেবির মৃত্যুর পর তার ছেলে জেনারেল মাহামাত কাকা রাষ্ট্রের অন্তর্বতীকালীন প্রধানের দায়িত্ব গ্রহণ করেছেন।
চাদের সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্টের অনুপস্থিতিতে কিংবা তিনি মারা গেলে সংসদের স্পিকার ৪০ দিনের জন্য দেশের ক্ষমতা গ্রহণ করবেন। কিন্তু দেশটির সেনাবাহিনী সংসদ ভেঙে দিয়েছে আর এ কারণে সংবিধানও বিলুপ্ত হয়েছে।
১৯৯০ সালে এক বিদ্রোহের মাধ্যমে প্রথমবার চাদের ক্ষমতায় আসেন ইদ্রিস দেবি। আর চলতি বছরের ১১ এপ্রিল অনুষ্ঠিত ভোটে তিনি ৭৯.৩ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হন। ভোটের ফলাফল ঘোষণার একদিন পর তিনি নিহত হন।
সময় জার্নাল/আরইউ