মোঃ এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম : ‘সত্যের সন্ধানে, মানবতার কল্যাণে’- এ স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠিত ‘মানবতার ডাক সামাজিক সংগঠন’ এর উদ্যোগে গরীব ও অসহায় ৩০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি মুক্তিযোদ্ধা বাজারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু।
সংগঠনের প্রতিষ্ঠাতা কাজী মোঃ মহি উদ্দিন মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর আ’লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব, পৌর প্যানেল মেয়র মিজানুর রহমান, কনকাপৈত ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন মোল্লা, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজরুল ইসলাম মজুমদার, মুন্সিরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আলী আক্কাছ মজুমদার, আ’লীগ নেতা এডভোকেট মহিউদ্দিন নসু, হারুনুর রশীদ, আবুল কাশেম, মুক্তিযোদ্ধা মোবারক হোসেন, ছাতিয়ানী শেখ রাসেল স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা ও সভাপতি, যুবলীগ নেতা মোঃ মমিন মোল্লা, মাস্টার ইউনুছ মিয়া, গাজী শহীদ, ছাতিয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফরিদুল ইসলাম মজুমদার, কনকাপৈত ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, যুবলীগ নেতা
জামসেদ মজুমদার, ফারুক মজুমদার।
‘মানবতার ডাক সামাজিক সংগঠন’ এর সভাপতি ইউসুফ মিয়াজী ও সাধারণ সম্পাদক রোকন উদ্দিনের যৌথ পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মোঃ রুবেল, সাংগঠনিক সম্পাদক হাসান মজুমদার, সদস্য সাদ্দাম হোসেন মোল্লাসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সময় জার্নাল/এমআই