এম.পলাশ শরীফ, বাগেরহাট :
বাগেরহাটের মোরেলগঞ্জে বহরবুনিয়া ইউনিয়নের কৃষক লীগের অর্ধশতাধিক ফেস্টুন ব্যানার ছিড়ে ফেলায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছেন কৃষক লীগের নেতাকর্মীরা।
শুক্রবার বেলা ১২টায় স্থানীয় ফুলহাতা বাজারে কৃষকলীগের আয়োজনে এ বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তাব্য রাখেন বহরবুনিয়া ইউনিয়ন কৃষক লীগের আহবায়ক ফকির রেজাউল করিম, সদস্য সচিব এইচএম রোকনুজ্জামান, আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. মোশারফ হোসেন হাওলাদার, আওয়ামী লীগ নেতা রিয়াদুল ইসলাম ফকির প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ইউনিয়ন কৃষকলীগের নবগঠিত কমিটির বিভিন্ন স্থানের অর্ধশতাধিক ফেস্টুন ব্যানার রাতের আধারে জামায়াত-বিএনপির দোষরা ছিড়ে কেটে নদীতে ফেলে দেয়।
ফেস্টুন ব্যানারে জাতির জনক বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী, শেখ হেলাল উদ্দিন ও স্থানীয় সংসদ সদস্যর ছবি সম্বলিত এ ফেস্টুনগুলো ছিড়ে ফেলে দেয়। এ ঘটনায় প্রশাসনের প্রতি দুষ্কৃতকারিদের খুজে বের করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান তারা।
সময় জার্নাল/এলআর