সাইফ ইব্রাহিম, ইবি প্রতিনিধি:
দেশব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নৈরাজ্য, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ। শনিবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ে সংগঠনটির দলীয় টেন্টের সামনে এই বিক্ষোভ কর্মসূচীর পালন করেন তারা।
এর আগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি দলীয় টেন্ট থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবন, প্রশাসনিক ভবন ও মেইনগেইট চত্বর ঘুরে আবার টেন্ট এ গিয়ে সমাবেশে মিলিত হয়।
এসময় সংগঠনটির সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে সহ-সভাপতি মোদাচ্ছের খালেদ ধ্রুব, বনি আমিন, মৃদুল হাসান রাব্বি, যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, ছাত্রলীগ নেতা শাহজালাল সোহাগ, আরিফসহ দুইশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, 'বিএনপি দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে। কেউ যদি বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করতে চান তাহলে তাদেরকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।'
এমআই