শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

লোন প্রক্রিয়া সহজীকরণে ই-ক্যাব ও প্রাইম ব্যাংকের অনলাইন মিটিং

বৃহস্পতিবার, এপ্রিল ২২, ২০২১
লোন প্রক্রিয়া সহজীকরণে ই-ক্যাব ও প্রাইম ব্যাংকের অনলাইন মিটিং

সময় জার্নাল প্রতিবেদক, ঢাকা : করোনাকালে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ফাইন্যান্স ও লোন প্রক্রিয়া আরো সহজ করা নিয়ে আজ (২২ এপ্রিল, বৃহস্পতিবার) ই-ক্যাব ও প্রাইম ব্যাংকের মধ্যে অনলাইনে মিটিং অনুষ্ঠিত হয়েছে। 

সেখানে ই-ক্যাবের পক্ষ থেকে কয়েকটি প্রস্তাবনা পেশ করা হয়। প্রস্তাবনাগুলো হল-
  • লোনের জন্যে ২ বছর পুরনো ট্রেড লাইসেন্স শর্ত না রেখে নতুন ট্রেড লাইসেন্স কেও গ্রহনযোগ্য করা।
  • পার্সোনাল গ্যারান্টি না থাকলে উদ্যোক্তারা যাতে গ্রুপ গ্যারান্টি ও ইন্সুরেন্স গ্যারান্টির ব্যবস্থা করা।
  • যেহেতু অনেক অনলাইন উদ্যোক্তা সঠিকভাবে ব্যাংক লেনদেন করে না, বরং কুরিয়ার কোম্পানি এবং মোবাইল ব্যাংকিংয়ের উপর নির্ভরশীল। তাই মোবাইল ব্যাংকিং স্টেটমেন্টকেও গ্রহণযোগ্য করা।
  • অর্থের পাশাপাশি লোন সহজীকরণের জন্য উদ্যোক্তাদের পণ্যের ওয়ার্ক অর্ডার বা পারচেজ অর্ডারের উপরও সিসি লোনের ব্যবস্থা করা। 
  • ব্যাংকিং লেনদেনকে সহজ করতে, বিনা জামানতে ও বিনামূল্যে ব্যাংক একাউন্ট করে দেওয়া। 
  • ই-কমার্স উদ্যোক্তাদের জন্য ইন্টারেস্ট কমিয়ে আনা সহ সরকার প্রদত্ত বিভিন্ন সুযোগ ও প্রণোদনাগুলোতে ই-ক্যাব মেম্বারদের বিশেষ সুবিধা দেওয়া। 
  • রুরাল পর্যায়ে উদ্যোক্তাদের উৎসাহী করতে ঢাকার বাহিরের উদ্যোক্তাদের আরো সহজ শর্তে ঋণ প্রদান।
  • লোন গ্রহন প্রক্রিয়া দীর্ঘ না করে দ্রুততম সময় লোন প্রদান করা। 
  • ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্যে ব্যাংকিং ডিউ ডিজিলেন্স কমিয়ে ন্যানো লোনের ব্যবস্থা করা। 

ই-ক্যাব কর্পোরেট অ্যাফেয়ার্স এন্ড পার্টনারশিপ স্ট্যান্ডিং কমিটির আয়োজনে ই-ক্যাব ইসি কমিটিসহ অন্যান্য স্ট্যান্ডিং কমিটি এবং প্রাইম ব্যাংকের কর্মকর্তাগণ এসময় আলোচনায় উপস্থিত ছিলেন।

সময় জার্নাল/এসএ


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল