মুরাদ ইমাম কবির, হিলি প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে ৩৮৩ বোতল ফেন্সিডিলসহ ফারুক আহমেদ নামের একজনকে আটক করেছে দিনাজপুর র্যাব-১৩ এর সদস্যরা।
আটকৃত ফারুকের বাড়ি জেলার হাকিমপুর উপজেলার নওদাপাড়া বিলের পাড় এলাকায়। সে কাজেম আলীর ছেলে বলে জানায় র্যাব।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর র্যাব-১৩ এর একটি দল জেলার নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া-দাউদপুর সড়কের ইটাকুর নামক স্থানের সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর মেম্বারের বাড়ির পার্শে পাকা রাস্তায় অভিযান চালিয়ে ৩৮৩ বোতল ফেন্সিলিসহ ফারুক আহমেদ কে আটক করা হয়।
দিনাজপুর র্যাব-১৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ফারুক আহমেদ দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।
তাকে নবাবগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এব্যাপারে মাদকদ্রব্য আইনে র্যাবের পক্ষ থেকে মামলা করা হয়েছে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে।
সময় জার্নাল/এমআই