সর্বশেষ সংবাদ
আন্তজার্তিক ডেস্ক:
করোনা মহামারিতে বিপর্যস্ত থাইল্যান্ডের পর্যটন খাত চাঙ্গা হতে শুরু করেছে। চলতি বছর দেশটিতে এক কোটি পর্যটকের আগমন ঘটেছে বলে জানিয়েছে দেশটির পর্যটন কর্তৃপক্ষ ।
থাইল্যান্ডে ২০১৯ সালে ৪ কোটি পর্যটক ভ্রমণে আসে। কিন্তু করোনা মোকাবেলায় দেশটি সীমান্ত নিয়ন্ত্রণসহ নানা ধরনের কঠোর পদক্ষেপ নেয়।বিশ্বব্যাপী করোনা নিয়ন্ত্রণে গৃহীত কঠোর পদক্ষেপসমূহ শিথিল করার প্রেক্ষিতে থাইল্যান্ডের পর্যটন খাতও ঘুরে দাঁড়াতে শুরু করে। থাই সরকার আশা করছে চলতি বছর এ খাত থেকে তাদের ১৬ বিলিয়ন মার্কিন ডলার আয় হবে।
দেশটির সরকারি তথ্য বলছে, আগামী বছর পর্যটকের সংখ্যা দুই কোটি ৩০ লাখ হবে। আবার বিশ্লেষকরা বলছেন, পর্যটকের সংখ্যা পূর্বের অবস্থায় ফিরে যেতে ২০২৪ সাল লেগে যেতে পারে। এদিকে শনিবার ব্যাংককের সূবর্ণভূমি বিমানবন্দরে সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সের একটি বিমান অবতরণ করলে যাত্রীদের প্রথাগতভাবে নেচে গেয়ে অর্ভ্যত্থনা জানানো হয়।
এ সময়ে বিমানবন্দরে এক বক্তব্যে দেশটির প্রধানমন্ত্রী প্রয়ুত চান-ও-চান বলেছেন, আকাশ এখন উন্মুক্ত। আমরা এই বিশ্বাস তৈরি করতে চাই যে বিশ্বে থাইল্যান্ড এখনও পর্যটকদের অন্যতম গন্তব্য।
সময় জার্নাল // আইপি
এ বিভাগের আরো
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল