বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে দলিল লেখক সমিতির আয়োজনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১২ টায় লঞ্চঘাট এলাকায় সমিতির কার্যালয় চত্ত্বরে এ প্রতিবাদ সভায় বক্তারা বলেন, উপজেলা সাবরেজিষ্ট্রি অফিস ও দলিল লেখকদের সম্মন্ধে বিভ্রান্তিকর ও বানোয়াট তথ্য দিয়ে একটি মহল নিজেদের স্বার্থ হাসিলের জন্য ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালাচ্ছে।
তারা ভুল তথ্য দিয়ে সামাজিক মাধ্যম ফেজবুকসহ বিভিন্ন ভাবে অপপ্রচার চালাচ্ছে। মোরেলগঞ্জ সাবরেজিস্টার অফিসে কোন অনিয়ম, দুর্নীতি কখনো হয়না। সাধারণ মানুষ সেবা পেতে কোন প্রকার হয়রানির শিকার হতে হচ্ছেনা।
সমিতির নেতৃবৃন্দ সম্প্রতি সময়ে অপপ্রচারের প্রতিবাদে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় সভা থেকে। প্রতিবাদ সভায় সভাপতি মো. নুরুল ইসলাম খানের সভাপতিত্বে বক্তৃতা করেন সমিতির সাধারণ সম্পাদক চন্দ্র শেখর রায় ও মো. বাদশা মিয়াসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
সময় জার্নাল/এলআর