নিজস্ব প্রতিনিধি:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে ডাকা সমাবেশ শুরু হয়েছে।
আজ মঙ্গলবার নয়া পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
সমাবেশ শুরুর আগে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন পার্টি অফিসের সামনে। দলের চেয়ারপারসন বেগম বেগম খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুলসহ সকল গ্রেফতার হওয়া নেতাকর্মীদের মুক্তির দাবিতে স্লোগান দিয়ে যাচ্ছেন তারা।
সমাবেশে সভাপতিত্ব করবেন বিএনপির ভাইস চেয়ারম্যান আমান উল্লাহ আমান। প্রধান অতিথি হিসেবে থাকবেন স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন।
প্রতিবাদ সমাবেশকে ঘিরে কার্যালয়ের সামনের রাস্তা নাইটএঙ্গেল-ফকিরাপুল মোড় বন্ধ রয়েছে। পুলিশকে সতর্ক অবস্থানে দেখা গেছে।
এর আগে ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় বিএনপির গণসমাবেশে ১৩ ডিসেম্বর ঢাকাসহ বিভাগীয় ও মহানগরে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
সময় জার্নাল/এলআর