শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

বিশ্বে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮ লাখ ৮৪ হাজার

শুক্রবার, এপ্রিল ২৩, ২০২১
বিশ্বে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮ লাখ ৮৪ হাজার

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী তাণ্ডব নৃত্য চালাচ্ছে মহামারি করোনাভাইরাস। এর দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল হয়ে পড়েছে গোটা বিশ্ব। প্রতিনিয়ত আশঙ্কাজনক হারে বাড়ছে ভাইরাসটিতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন আট লাখ ৮৪ হাজারেরও বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩ হাজারের বেশি মানুষ।

শুক্রবার (২৩ এপ্রিল) সকাল ৮টা ৪৫মিনিটে করোনাভাইরাসের পরিসংখ্যান দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এসব তথ্য জানায়। 

সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ কোটি ৫৩ লাখ ২২ হাজার ৫৫৩ জন। আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৩০ লাখ ৮৪ হাজার ৯৯৫ জন। এ ছাড়া আক্রান্ত থেকে সুস্থ হয়ে উঠেছেন ১২ কোটি ৩৩ লাখ ৯ হাজার ৫০৭ জন।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত তিন কোটি ২৬ লাখ ৬৯ হাজার ১২১ জন করোনায় আক্রান্ত এবং পাঁচ লাখ ৮৪ হাজার ২২৬ জন মারা গেছেন। লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী এক কোটি ৪১ লাখ ৭২ হাজার ১৩৯ জন এবং মৃত্যু হয়েছে তিন লাখ ৮৩ হাজার ৭৫৭ জনের।

অন্যদিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান চতুর্থ। দেশটিতে মোট আক্রান্ত এক কোটি ৬২ লাখ ৫৭ হাজার ৩০৯ জন এবং মারা গেছেন এক লাখ ৮৬ হাজার ৯২৮ জন।

এছাড়া এখন পর্যন্ত ফ্রান্সে ৫৪ লাখ ৮ হাজার ৬০৬ জন, রাশিয়ায় ৪৭ লাখ ৩৬ হাজার ১২১ জন, যুক্তরাজ্যে ৪৩ লাখ ৯৮ হাজার ৪৩১ জন, ইতালি ৩৯ লাখ ২০ হাজার ৯৪৫ জন, তুরস্কে ৪৫ লাখ এক হাজার ৩৮২ জন, স্পেনে ৩৪ লাখ ৫৬ হাজার ৮৮৬ জন, জার্মানি ৩২ লাখ ৩৮ হাজার ৫৪ জন এবং মেক্সিকোতে ২৩ লাখ ১৯ হাজার ৫১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে এক লাখ দুই হাজার ১৬৪ জন, রাশিয়ায় এক লাখ ৭ হাজার ১০৩ জন, যুক্তরাজ্যে এক লাখ ২৭ হাজার ৩৪৫ জন, ইতালিতে এক লাখ ১৮ হাজার ৩৫৭ জন, তুরস্কে ৩৭ হাজার ৩২৯ জন, স্পেনে ৭৭ হাজার ৪৯৬ জন, জার্মানিতে ৮১ হাজার ৬৯৩ জন এবং মেক্সিকোতে দুই লাখ ১৪ হাজার ৯৫ জন মারা গেছেন।

এরমাত্র দুদিন আগেই মহারাষ্ট্রের নাসিক জেলায় একটি হাসপাতালে অক্সিজেন ট্যাঙ্কার লিক হয়ে অক্সিজেনের অভাবে ২৪ জন করোনা রোগীর মৃত্যু হয়েছিল।

সময় জার্নাল/আরইউ


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল