এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে যথাযথ মর্যাদার মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হচ্ছে। সূর্যদয়ের পরে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়।
দিবসটি উপলক্ষ্যে শুক্রবার সকাল ৮টায় শহরের গোয়ালচামটস্থ মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিফলকে শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়। মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন শেষে দোয়া করা হয়। এর পর জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মো: শাহজাহান, জেলা পরিষদ, জেলা মুক্তিযুদ্ধ সংসদ, পৌরসভা, আওয়ামীলীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠন ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষকসহ নানা শ্রেণী পেশার মানুষ শহীদের প্রতি শ্রদ্ধা জানান।
পরে জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ স্মৃতিফলকের সামনে থেকে একটি বর্নাঢ্য বিজয় র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান সড়ক ঘুরে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। একাত্তরের যুদ্ধে শহীদের আত্মার শান্তিকামনায় শেখ জামাল স্টেডিয়ামের পাশে গণ কবর জিয়ারত করা হয়।
এরপর দিবসটি উপলক্ষ্যে শেখ জামাল স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহন ও পুলিশ, আনসারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কুচকাওয়াজ ও বর্ণিল ডিসপ্লে প্রদর্শন করা হয়। এ সময় স্টেডিয়ামের গ্যালারীতে বসে এই অনুষ্ঠান উপভোগ করেন সবাই।
এমআই