নিজস্ব প্রতিবেদক, ঢাকা : রাজধানীর আরমানিটোলায় রাসায়নিক গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন।
তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন আর আগুন বাড়ার কোনো সম্ভাবনা বা হতাহতের আশঙ্কা নেই। ভবনের দ্বিতীয় থেকে ষষ্ঠ তলা পর্যন্ত খুঁজে দেখা হয়েছে। ভেতরে কেউ আটকা পড়া নেই। সবাইকে বের করে আনা হয়েছে।
আগুনের কারণ সম্পর্কে এখনও জানা যায়নি। এ বিষয়ে তদন্ত কমিটি করা হবে। তারা কারণ অনুসন্ধান করবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক।
রাজধানী ঢাকার বাবুবাজার ব্রিজের পাশে আরমানিটোলায় শুক্রবার রাত সোয়া তিনটার দিকে হাজী মূসা ম্যানশন নামের ছয়তলা ভবনের নিচতলার রাসায়নিক গুদামে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়াও ফায়ার সার্ভিসের তিন কর্মীসহ মোট ১৭ জন আহত হয়েছেন বলেও জানান তিনি।
সময় জার্নাল/আরইউ