কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলে মহান বিজয় দিবস উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) রাতে হল প্রশাসনের আয়োজনে হলের অভ্যন্তরীণ মাঠে এই সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
হল শাখা ছাত্রলীগের সভাপতি ইসরাত জাহান জেরিনের সঞ্চালনায় এবং হলের প্রাধ্যক্ষ জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।
এছড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী সিনথিয়া রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: আসাদুজ্জামান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন এম রবিউল আউয়াল চৌধুরী, আইকিউএসির পরিচালক ড. রশিদুল ইসলাম শেখ, ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. হাবিবুর রহমান, বিভিন্ন হলের হল প্রভোস্ট, বিভিন্ন বিভাগের শিক্ষক, হলের হাউজ টিউটর এবং আবাসিক শিক্ষার্থীরা।
সাংস্কৃতিক অনুষ্ঠানে হলের আবাসিক শিক্ষার্থীরা নৃত্য, গান, আবৃত্তির মাধ্যমে বিজয় দিবসকে উদযাপন করে।
এছাড়াও শুদ্ধাচার, ক্রীড়া ও সাংস্কৃতিক এই তিন ক্যাটাগরিতে হলের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনের যৌথ উদ্যোগে ৬ জন শিক্ষার্থীকে এই ক্যাটাগরীতে পুরস্কৃত করা হয়েছে।
পুরস্কৃত শিক্ষার্থীরা হলেন শুদ্ধাচার ক্যাটাগরিতে প্রত্নতত্ত্ব বিভাগের ১১ তম ব্যাচের জান্নাতুল ফেরদৌস, ক্রীড়াতে ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের ১২ তম ব্যাচের চৈতি চাকমা, প্রত্নতত্ত্ব বিভাগের ১১ তম ব্যাচের ঐশী বিনতে মোরশেদ ও ১০ম ব্যাচের শিক্ষার্থী শারমিনা আক্তার সুমি এবং সাংস্কৃতিকে অর্থনীতি ১২ তম ব্যাচের শামিমা সুলতানা শান্ত ও প্রত্নতত্ত্ব ১৩ তম ব্যাচের শিক্ষার্থী খন্দকার নাঈমা আক্তার নুন।
শুদ্ধাচার ক্যাটাগরিতে 'বিশ্ববিদ্যালয় হলে শুদ্ধাচার চর্চায় আমার ভূমিকা' শীর্ষক লিখিত প্রবন্ধের মাধ্যমে এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ক্যাটাগরিতে শিক্ষার্থীদের পূর্ববর্তী অর্জনের/পারফরম্যান্সের প্রাসঙ্গিক প্রমাণাদির (সনদপত্র/ভিডিও/পুরস্কার) অনুলিপি দেখানোর মাধ্যমে পুরস্কৃত করা হয়। পুরস্কার হিসেবে প্রত্যেক শিক্ষার্থীদের ৫ হাজার করে টাকা দেয়া হয়।
এমআই