রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

ইবি শিক্ষক সমিতির নির্বাচন: আওয়ামীপন্থীদের নিরঙ্কুশ জয়

সোমবার, ডিসেম্বর ১৯, ২০২২
ইবি শিক্ষক সমিতির নির্বাচন: আওয়ামীপন্থীদের নিরঙ্কুশ জয়

সাইফ ইব্রাহিম, ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতির ২০২২ এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষকদের প্যানেল (জাহাঙ্গীর-তপন প্যানেল) সবগুলো পদে নির্বাচিত হয়েছে। অন্যদিকে বিএনপি ও জামায়াতপন্থী শিক্ষকদের প্যানেল থেকে একজনও নির্বাচিত হয়নি।
রবিবার (১৮ ডিসেম্বর) ভোটগণনা শেষে রাত ১১টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন।

আওয়ামীপন্থী শিক্ষকদের প্যানেল থেকে সভাপতি হিসেবে অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন (২১৮ ভোট) এবং সাধারণ সম্পাদক হিসেবে অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার (১৪২ ভোট) নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত অন্যান্যরা হলেন, সহ-সভাপতি অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন (১৭৩), যুগ্ম সম্পাদক অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ(১৯৭), কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাসুদ (১৭০)। এবং কার্যনির্বাহী সদস্য পদে অধ্যাপক ড. কাজী আখতার হোসেন (১৫০), অধ্যাপক ড. শেলীনা নাসরীন (১৪৯), অধ্যাপক ড. দেবাশীষ শর্মা (১৯৬), অধ্যাপক ড. বাকী বিল্লাহ (১৮৩), অধ্যাপক ড. মহব্বত হোসেন (১৮২), সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন (২০৭), সাজ্জাদুর রহমান টিটু (২০০), ফিরোজ আল-মামুন (১৫৯) ও সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম (১৬৬)।

সমিতির নব নির্বাচিত সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমাদের নির্বাচিত করার জন্য সংশ্লিষ্ট সকল শিক্ষকদের ধন্যবাদ জানাই। আমরা আগামীতে সকল শিক্ষকদের সাথে নিয়ে শিক্ষকদের স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয়ের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ যাতে সুন্দর হয়, সার্বিকভাবে বিশ্ববিদ্যালয়কে যেন সুন্দর অবস্থানে নিয়ে যাওয়া যায় সে লক্ষ্যে কাজ করবো।’

উল্লেখ্য, নির্বাচনে ১৫ টি পদের বিপরীতে তিনটি পূর্ণাঙ্গ প্যানেল ও একজন পৃথকভাবে সাধারণ সম্পাদক পদে মোট ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এবং মোট ৪০৪ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৩৫১ জন শিক্ষক।

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল