লক্ষ্মীপুর প্রতিনিধি : জেলার কমলনগরের মাতাব্বর হাট এলাকায় ভাঙন কবলিত মেঘনা পাড়ে শতাধিক নদী ভাঙা অসহায় রোজাদারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে নদীতে বাঁধের দাবীতে আন্দোলনরত সংগঠন 'কমলনগর-রামগতি বাঁচাও মঞ্চ'।
সংগঠনের আহবায়ক সুপ্রীম কোর্টের আইনজীবী আবদুস সাত্তার পালোয়ানের উদ্যোগে শুক্রবার (২৩ এপ্রিল) এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় ইফতার বিতরণে অংশগ্রহণ করেন মঞ্চের সংগঠক ইমরান হোসেন শাকিল, আকরাম হোসেন, মাওলানা কামরুল ইসলাম, মো. মাহবুবুর রহমান, মো. সাদ্দাম হোসেন, মো. মনির হোসেন, মো. জুয়েল রানা প্রমুখ।
আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান জানান, কমলনগর-রামগতি বাঁচাও মঞ্চের উদ্যোগে ধারাবাহিক ইফতার বিতরণের আজকে প্রথম ধাপ শেষ হয়েছে। মহামারি ও লকডাউনের এ সময়ে সারা দেশের সাধারণ মানুষ কষ্টে আছে। তবে নদী ভাঙনের কারণে রামগতি-কমলনগরের মানুষ বেশী অসহায়। কারণ তারা একদিকে নদী ভাঙনে নি:স্ব অন্যদিকে লকডাউনে কর্মহীন। তাই দেশের সচ্ছল ও হৃদয়বান ব্যক্তিদেরকে রামগতি ও কমলনগরের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
সময় জার্নাল/এসএ