সর্বশেষ সংবাদ
প্রতিষ্ঠার ৪৬ বছর:
দেবীগঞ্জ উপজেলা প্রতিনিধি: খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান- বড় দিন। এদিন খ্রিস্টান ধর্মের প্রবর্তক যিশু খ্রিস্টের জন্ম হয়। তার জন্মক্ষণকে স্মরণ করতেই বিশ্ব জুড়ে এত আয়োজন। সারাদেশের ন্যায় পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ১৩টি গির্জায় বড়দিনের প্রার্থনা ও উৎসব অনুষ্ঠিত হয়। দেবীডুবা ইউনিয়নের ঘোষপাড়া ক্যাথলিক চার্চ এবং চেংঠি হাজরাডাঙ্গা ক্যাথলিক চার্চে বড় পরিসরে উৎসবের আয়োজন করা হয়েছে। গতকাল, ২৪শে ডিসেম্বর রাত ১২টা'র পরেই যিশু খ্রিস্টের প্রার্থনার মধ্যে দিয়ে বড়দিনের উৎসব শুরু হয়। সারারাত জেগে বড়দিনের আনন্দ উপভোগ করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। বড়দিনের (২৫ডিসেম্বর) সকাল ৮টা থেকে ১১টা'র মধ্যে বিভিন্ন গির্জায় যিশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। তারপর দুপুরে পূণরায় প্রার্থনা করা হয়। সবশেষে সন্ধায় আরেকবার প্রার্থনা শেষে বড়দিনের অনুষ্ঠানের সমাপ্তি হবে। বড়দিন উপলক্ষে দেবীগঞ্জ উপজেলা খ্রিস্টিয়ান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক- সুনীল ঋষি বলেন, "উপজেলার প্রতিটি গির্জায় খুব সুন্দরভাবে বড়দিন উদযাপন করা হয়েছে। কোন ধরনের সমস্যা হয় হয় নি। প্রশাসনের পক্ষ থেকে বড় দিন উপলক্ষে সার্বিক সহযোগিতা প্রদান করা হয়েছে।" এসএম
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল