নিজস্ব প্রতিবেদক:
ঢাকায় ৩০ ডিসেম্বর গণমিছিল করবে বিএনপি। বিএনপির এ কর্মসূচিকে কেন্দ্র করে দিনব্যাপী রাজধানীতে সতর্ক পাহারায় থাকবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। রাজধানীর বিভিন্ন পয়েন্টে সমবেত হবে বা সমাবেশ করবে তারা।
এরই মধ্যে রাজধানীর উত্তরা, মহাখালী, শ্যামলী, ফার্মগেট, মিরপুর গাবতলী, মিরপুর ১০ নম্বর গোলচত্বর, রামপুরা বাড্ডা ইউলুপ, বঙ্গবন্ধু অ্যাভিনিউ এবং যাত্রাবাড়ী এলাকায় কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে টিম থাকবে। সেখানে মহানগর, থানা এবং ওয়ার্ডের নেতাকর্মীদের উপস্থিতিতে মোটামোটি সমাবেশে রূপ নেবে।
রাজধানী ছাড়াও সারাদেশে ব্যাপক শোডাউনের কথা জানিয়েছে দলটি।
দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও রাজধানীর একটি স্পটে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। ওবায়দুল কাদের গতকাল বলেছেন, শুক্রবার ঢাকাসহ সারাদেশে আমরা ১০ ডিসেম্বরের মতোই সতর্ক পাহারায় থাকবো। গণমিছিলের নামে তারা (বিএনপি) সহিংসতা করবে, আগুন নিয়ে আসবে, ভাঙচুর করবে, তো আমরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাবো?
একই কথা জানায় যুবলীগ। সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, জনগণের ওপর আঘাত আসলে রাজপথে জবাব দেবে যুবলীগ। জুমার নামাজের পর রাজপথ দখলে রাখার ঘোষণা দিয়েছে সংগঠনটি।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সাতটি স্থানে এবং দক্ষিণ আওয়ামী লীগ দুই স্থানসহ মোট ৯টি স্থানে সমাবেশ ও অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে। আর ছাত্রলীগ হুঁশিয়ারি দিয়েছে, কেউ কোনো বিশৃঙ্খলার চেষ্টা করলে ঢাকা শহরের মানুষ সেই হাত ভেঙে ফেলবে।
অপরদিকে, বিএনপির ঘোষণা অনুযায়ী, দলটি নয়াপল্টনে মিছিল করবে। এছাড়া, জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চ, ফকিরেরপুল পানির ট্যাঙ্ক এলাকায় ১২ দলীয় জোট, পুরানা পল্টন ক্রসিংয়ে জাতীয়তাবাদী সমমনা জোট, এফডিসি ক্রসিংয়ে এলডিপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে মিছিল করবে। জুমার নামাজের পর বেলা ২টায় তারা এ কর্মসূচি পালন করবে।
এমআই