দেব প্রসাদ ত্রিপুরা :
খাগড়াছড়িতে সহস্রাধিক বৌদ্ধ ধর্মীয় গুরু (ভিক্ষু) কে সমবেত করে ধর্মীয় অনুষ্ঠানাদি সম্পন্ন করেছেন ধর্মপ্রাণ মানুষ।
শুক্রবার সদরের মধুপুর এলাকায় এ পিন্ডদান অনুষ্ঠানে ঐতিহাসিক ১১৪৬ জন বৌদ্ধ ভিক্ষু ও অর্ধ লক্ষাধিক পুণ্যার্থী উপস্থিত ছিলেন।
বৌদ্ধ ধর্মীয় অন্যতম গুরু বোধিপাল মহাথের ভান্তের ইচ্ছানুযায়ী এ অনুষ্ঠানে প্রধান শ্রদ্ধাদানকারী ইঞ্জিনিয়ার সুব্রত তালুকদার ও তার পরিবার বর্গ এবং প্রধান পিন্ডদাতারা হলেন পদ্মরেণু খীসা, ইনা চাকমা ও নূপুর চাকমা।
ধর্মীয় অনুষ্ঠানাদির মধ্যে সমবেত পঞ্চশীল গ্রহণ, বুদ্ধমূর্তি দান, পিন্ডদান, অষ্টপরিষ্কার দান, সংঘদান, হাজার প্রদীপ দান অন্যতম। পৃজনীয় ভিক্ষু সংঘের সদ্ধর্ম দেশনা পুণ্যার্থীদের অনুপ্রাণিত করেছে। অনুষ্ঠানে সমবেত প্রার্থনায় জগতের সকল জীবের হিতসুখ কামনা করা হয়।
সময় জার্নাল/এলআর