লাবিন রহমান:
বিদায় ২০২২। স্বাগতম ২০২৩। ঘড়ির কাঁটা রাত ১২টার ঘর স্পর্শ করতেই বিশ্ব বরণ করে নেবে নতুন বছরকে। সব দুঃখ-বেদনা ভুলে সারাবিশ্ব উদযাপন করবে নতুন বছরের আগমনকে। বাংলাদেশও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বরণ করবে নতুন বছরকে।
রবিবার পহেলা জানুয়ারি ২০২৩। নববর্ষের প্রথমদিন। নববর্ষ মানে নতুন বছর। মহাকালে বিলীন আরও একটি বছর।
সময় বহমান স্রোতের মতো। সময়কে কখনো বেঁধে রাখা যায় না। তাই একের পর এক পঞ্জিকার পাতা উল্টে চলে যায় দিন, মাস, বছর, যুগের পর যুগ। কালের পরিক্রমায় এভাবেই দিনপঞ্জির পাতা উল্টাতে উল্টাতে দোরগোড়ায় হাজির হলো নতুন আরো একটি বছর।
২০২৩ খ্রিস্টাব্দ। শুভ ইংরেজি নববর্ষ!পৃথিবীর প্রায় সব দেশে উৎসবের মেজাজে সাড়ম্বরে পালিত হয়ে থাকে। কিছু জাতি যেমন চীনা, ইহুদি, মুসলমান প্রভৃতির মধ্যে নিজ নিজ ক্যালেন্ডার অনুসারে নববর্ষ পালন করতে দেখা যায়। সাধারণত নববর্ষ ১ জানুয়ারিতে পালন করে থাকে।
আমাদের দেশে বর্তমানে তিনটি সন প্রচলিত রয়েছে আর তা হচ্ছে হিজরি সন, বাংলা সন ও ইংরেজি সন।
ইংরেজি ক্যালেন্ডার যেহেতু আমাদের কাজ-কর্মের তারিখ নির্ধারণে, হিসাব-নিকাষ সংরক্ষণে, আন্তর্জাতিক আদান-প্রদানে ব্যবহৃত হয়ে আসছে। ইংরেজি নববর্ষ আমাদের নতুন দিনের হিসাব শুরু করায়, যদিও চিঠিপত্রে বাংলা তারিখ উল্লেখ করার নির্দেশ রয়েছে, কিন্তু সেটাও কি কার্যত হচ্ছে?
পরিশেষে বলতে চাই, নববর্ষ মানেই সকলের মাঝে জাগায় প্রাণের নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনা। বিগত বছরের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা পেছনে ফেলে নতুন বছরে অমিত সম্ভাবনার পথে এগিয়ে যাওয়া। আর নতুন বছরে আনন্দ, হৈ হুল্লোড় আর পুরনো সব কিছুকে বাদ দিতেই হবে এমন নয়। নতুন বছরকে সুস্থ সংস্কৃতি আর সুন্দর পরিবেশে উদযাপন করুন আপনজনের সাথে।
ভালোবাসা আর প্রীতিময় শুভেচ্ছো ছড়িয়ে দিন মানুষের জন্য। হাসি ফোটান দুঃখী মানুষের মুখে। নতুন প্রত্যয়ে এগিয়ে চলুন নতুন আরো একটি বছরের হাত ধরে।
নতুন বছর কাটুক সবাইকে নিয়ে সুস্থভাবে। দিনবদলের সাথে তাল মিলিয়ে সকলেই যেন হাঁটতে পারি নতুন আলোর পথে। তবুও আগামীর দিনগুলো হোক অনাবিল সুখ, সমৃদ্ধি আর শান্তির- এটাই ইংরেজি নববর্ষের প্রত্যাশা।
সময় জার্নাল/এলআর