আব্দুল কাইয়ুম, সাভার:
ত্রাণ মন্ত্রনালয় থেকে দরিদ্র শীতার্তদের জন্য নতুন করে আরও ৩২ কোটি টাকার কম্বল কেনা হচ্ছে, আগামী এক সপ্তাহের মধ্যে শীতপ্রবণ এলাকাগুলোতে এসব কম্বল বিতরণ করা হবে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
শনিবার (৩১ ডিসেম্বর) সাভারের আশুলিয়ার বাইপাইলে পিয়ারলেস ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান আরও বলেন, ইতোমধ্যে রংপুর বিভাগের ৮টি জেলার দরিদ্র শীতার্থদের মাঝে ৮০ হাজার কম্বল বিতরন করা হয়েছে। এছাড়া নভেম্বর মাসে সারা দেশে ২৬ লাখ কম্বল বিতরন করা হয়েছে।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, ধামসোনা ইউপি চেয়ারম্যান ও আশুলিয়া থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মী ও সাধারন জনগন।
এমআই