বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

বই উৎসবে মোরেলগঞ্জে দাখিল ও প্রাক-প্রাথমিকের ২০ হাজার শিক্ষার্থী পাচ্ছেনা বই

শনিবার, ডিসেম্বর ৩১, ২০২২
বই উৎসবে মোরেলগঞ্জে দাখিল ও প্রাক-প্রাথমিকের ২০ হাজার শিক্ষার্থী পাচ্ছেনা বই

এম. পলাশ শরীফ, বাগেরহাট:

সারাদেশের ন্যায় বাগেরহাটের মোরেলগঞ্জের ১ জানুয়ারি ২০২৩ বই উৎসব হবে। তবে এখনও ২০ হাজার শিক্ষার্থীর নতুন পাঠ্যবই পৌঁছায়নি। দাখিল ও প্রাক-প্রাথমিকের ৫ শ্রেণী কক্ষের শিক্ষার্থীরা বই পাওয়া নিয়ে রয়েছে সংশয়ে। 

মাধ্যমিক ও প্রাথমিক অফিস সূত্রে শনিবার জানাগেছে, উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্ডেন ৩৩৮ টি বিদ্যালয়ে ৩৩ হাজার ৮৯০ শিক্ষার্থী পাচ্ছেন নতুন বছরের পাঠ্যবই। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় শ্রেনীর ৭ হাজার শিক্ষার্থীর শ্রেনীকক্ষের কোন বিষয়েরই নতুন বই এসে পৌছাইনি সংশ্লিষ্ট দপ্তরে। সরকারিভাবে ১ জানুয়ারি বই উৎসবে সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পারছেনা শিক্ষা অফিস।  মাধ্যমিক বিদ্যালয়ে দাখিল ও এবতেদায়ী শাখার ১৭০টি বিদ্যালয়ের ৫ লাখ ২১ হাজার ২৫০ নতুন পাঠ্যবই চাহিদা অনুযায়ী আসলেও এখনও আসেনি দাখিল মাদ্রাসার ৭ম, ৮ম ও ৯বম শাখার ৭ হাজার শিক্ষার্থীর পাঠ্য বই। 

প্রত্যন্ত অঞ্চলের সাধারণ শিক্ষকরা পড়েছে বিপাকে। যোগাযোগ বিচ্ছিন্ন এলাকায় দুইবারে নিতে হচ্ছে তাদের বই। একাধিক শিক্ষার্থীরা বই উৎসবের আনন্দ থেকে হবেন বঞ্চিত। 
 
এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জিহাদ হাসান বলেন, চাহিদা অনুযায়ী ৭১% নতুন পাঠ্যবই ইতোমধ্যে হাতে পেয়ে সকল বিদ্যালয়ে পাঠানো হয়েছে। দাখিল মাদ্রাসার ৩ শ্রেনীর বই আগামী ৮/১০ দিনে প্রতিষ্ঠানে পাঠানো যাবে। 

এ সর্ম্পকে পাঠ্যবই বিতরণে দায়িত্বপ্রাপ্ত উপজেলা সহকারি শিক্ষা অফিসার রিপন মন্ডল বলেন, প্রাথমিক বিদ্যালয়গুলোতে ইতোমধ্যে ৩ শ্রেনীর পাঠ্যবই পৌঁছে গেছে। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের নতুন বই ২/৩ দিনের মধ্যে পেয়ে যাবে আশা করা যাচ্ছে।  

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল