স্টাফ রিপোর্টার:
বারবার তাগাদা দেয়ার পরও স্থায়ী ক্যাম্পাসে না ফেরায় চার বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
রোববার নিয়ন্ত্রক প্রতিষ্ঠানটির এক জরুরী সভায় এ সিদ্ধান্ত হয়। এর আগে বেশ কয়েকবার বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষার্থী ভর্তি বন্ধের হুশিয়ারি দিয়েছিল ইউজিসি। চার বেসরকারি বিশ্ববিদ্যালয় হলো- আশা ইউনিভার্সিটি, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এবং প্রাইম এশিয়া ইউনিভার্সিটি।
এ মাস থেকে ওই সব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি বন্ধের সিদ্ধান্ত কার্যকর হবে। তবে যে সমস্ত শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে তাদের শিক্ষাকার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কোনো বাধা নেই। এর আগে এ চারটি সহ ২২ বেসরকারি বিশ্ববিদ্যালয়কে স্থায়ী ক্যাম্পাসে ফিরতে সময় বেধে দিয়েছিল ইউজিসি। ওই নির্দেশনায় বলা হয় যদি ডিসেম্বরের মধ্যে এসব বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসে না ফেরে তাহলে শিক্ষার্থী ভর্তি বন্ধ হবে। এরপর ১০টি বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসে ফিরে যায়।
এমআই