বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

সোশ্যাল মিডিয়ার বার্তার সংক্ষিপ্ত রূপের বিশেষ অর্থ

বুধবার, জানুয়ারী ৪, ২০২৩
সোশ্যাল মিডিয়ার বার্তার  সংক্ষিপ্ত রূপের বিশেষ অর্থ

প্রযুক্তি ডেস্ক:

সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে জনপ্রিয় হয়ে ওঠা বেশ কিছু সংক্ষিপ্ত শব্দ ও বাক্য এবং এগুলোর পূর্ণাঙ্গ অর্থ তুলে ধরা হলো সময় জার্নাল পাঠকদের জন্য। 

FB: ফেসবুক (ব্লগিং, ছবি, ভিডিও, চ্যাটিংনির্ভর সামাজিক যোগাযোগমাধ্যম)


IG: ইনস্টাগ্রাম (ছবি ও ভিডিওনির্ভর সামাজিক যোগাযোগমাধ্যম) 

IGP: ইনস্টাগ্রাম পোস্ট


LI: লিংকডইন (পেশাজীবীদের সামাজিক যোগাযোগমাধ্যম) 

SC: স্ন্যাপচ্যাট (ছবিনির্ভর সামাজিক যোগাযোগমাধ্যম)


GMTA: গ্রেট মাইন্ড থিঙ্ক অ্যালাইক (মহান ব্যক্তিদের একই চিন্তা) 

IIRC: ইফ আই রিমেম্বার কারেক্টলি (যদি আমি সঠিক মনে করতে পারি) 

IFYP: আই ফিল ইউর পেইন (তোমার কষ্টটা বুঝি) 

IYKWIM: ইফ ইউ নো হোয়াট আই মিন (বুঝতে পারছ তো কী বলতে চাইছি) 

MFW: মাই ফেস হোয়েন (আমার চেহারা তখন যেমন) 

MRW: মাই রিঅ্যাকশন হোয়েন (আমার প্রতিক্রিয়া তখন যেমন) 

SRSLY: সিরিয়াসলি (সত্যি বলছ!) 

TIME: টিয়ারস ইন মাই আইজ (আমার চোখ ভিজে আসছে) 

TNTL: ট্রায়িং নট টু লাফ (হাসি থামাতে চেষ্টা করছি) 

TL: টু লং (অনেক দীর্ঘ) 

DR: ডিডন্ট রিড (পড়তে পারিনি) 

WYWH: উইশ ইউ ওয়্যার হিয়ার (যদি তুমি এখানে থাকতে) 

YGTR: ইউ গট দ্যাট রাইট (ঠিক ধরেছ) 

YMMV: ইওর মাইলেজ মে ভেরি (তোমার ভূমিকা কমবেশি হতে পারে) 

YNK: ইউ নেভার নো (তুমি জানো না এটা হতেও পারে) 

ZZZ: স্লিপিং, বোরড, টায়ার্ড





TW: টুইটার (মাইক্রো ব্লগিং মাধ্যম) 

YT: ইউটিউব (ভিডিওনির্ভর সামাজিক যোগাযোগমাধ্যম) 

DM: ডিরেক্ট মেসেজ (কারও সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনে ডিএম দেয়া হয়) 

HT: হ্যাট টিপ বা হার্ড থ্রু (টুইটারে একে অপরকে কৃতজ্ঞতা জানাতে ব্যবহার করা হয়) 

Latergram: এখন ছবি তুলে পরে ইনস্টাগ্রামে পোস্ট করার নাম লেটারগ্রাম 

MT: মডিফায়েড টুইট (টুইট করার পর যদি সেটি আবার কাঁটাছেড়া করা হয়) 

NB: নট ব্যাড (সামাজিক যোগাযোগ মন্দ নয় বোঝাতে এনবি ব্যবহার করা হয়) 

PM: প্রাইভেট মেসেজ (কারও সঙ্গে গোপন যোগাযোগ স্থাপনে পিএম ব্যবহৃত হয়) 

RT বা PRT: পার্শিয়াল রিটুইট (আরটি বা রিটুইট আর পিআরটি প্রায় একই রকম। টুইটে কারও বক্তব্য উদ্ধৃত করতে এটি ব্যবহার করা হয়) 

SS: স্ক্রিনশট (ডিভাইসের ডিসপ্লে ছবি) 

ETA: এস্টিমেটেড টাইম অফ অ্যারাইভাল (গন্তব্যে পৌঁছাতে সম্ভাব্য সময়) 

EOD: এন্ড অফ দ্য ডে (নির্ধারিত সময়সীমা শেষ) 

IAM: ইন অ্যা মিটিং (কোনো ব্যক্তি যখন জরুরি কোনো সভায় ব্যস্ত থাকেন) 

ISO: ইন সার্চ অফ (কোনো কিছু খোঁজা) 

OOO: আউট অফ অফিস (অফিসে অনুপস্থিত, অফিসের বাইরে অন্য কোনো কাজে ব্যস্ত বোঝাতে ব্যবহার করা হয়) 

SRP: সোশ্যাল রিলেশনশিপ প্ল্যাটফর্ম 

MSP: মাল্টি-সাইডেড প্ল্যাটফর্ম


VPN: ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক 

BRB: বি রাইট ব্যাক (এক্ষুনি ফিরছি) 

BTS: বিহাইন্ড দ্য সিন (দৃশ্যপটের পেছনে) 

CMW: চেঞ্জ মাই ভিউ (মত পরিবর্তন) 

WDYM: হোয়াট ডু ইউ মিন 

HMM: হুমম 

NGL: নট গনা লাই (মিথ্যা বলব না) 

Wah: ওয়াও 

DP: ডিসপ্লে পিকচার 

CNG: চেঞ্জ (বদল) 

YNB: ইউ নটি বয় (দুষ্টু ছেলে) 

IMO: ইন মাই ওপিনিয়ন (আমার মতে) 

CYA: সি ইউ (দেখা হবে) 

ELI5: এক্সপ্লেইন ইট টু মি লাইক আ অ্যাম ফাইভ (পরিষ্কার করে বোঝানো) 

FBF: ফ্ল্যাশব্ল্যাক ফ্রাইডে (ইন্সটাগ্রামে পুরোনো ছবি পোস্ট করার পর ক্যাপশন হিসেবে দেয়া হয়) 

FTW: ফর দ্য উইন (জয়ের জন্য) 

FUD: ফিয়ার, আনসার্টেইনিটি অ্যান্ড ডাউট (ভয়, অনিশ্চয়তা ও সংশয়) 

DIY: ডু ইট ইওরসেলফ (নিজে করো) 

OT: অফ টপিক (প্রসঙ্গবহির্ভূত) 

BC: বিকজ (কারণ) 

ATM: অ্যাট দ্য মোমেন্ট (এ মুহূর্তে) 

BTW: বাই দ্য ওয়ে (যা হোক) 

TTYL: টক টু ইউ লেটার (তোমার সঙ্গে পরে কথা হবে) 

XOXO: হাগস অ্যান্ড কিসেস 

IMHO: ইন মাই হাম্বল অপিনিয়ন (বিনয়ের সঙ্গে বলতে চাই) 

LOL: লাফ আউট লাউড (উচ্চৈঃস্বরে হাসা) 

ROFL: রোলিং অন ফ্লোর লাফিং (হাসতে হাসতে গড়িয়ে পড়া) 

TBH: টু বি অনেস্ট (সত্যি বলতে কী) 

TGIF: থ্যাঙ্ক গড ইটস শুক্রবার (পশ্চিমা দেশগুলোতে শুক্রবার বিকেলে সাপ্তাহিক ছুটি শুরু হওয়ার আগে স্বস্তি প্রকাশ করে এ কথা বলা হয়) 

TFTF: থ্যাঙ্কস ফর ফলোয়িং (সোশ্যাল মিডিয়ার ফলোয়ার বা অনুসরণকারীর সংখ্যা বাড়লে কৃতজ্ঞতা জানিয়ে বলা হয়) 

WFH: ওয়ার্কিং ফ্রম হোম 

WBW: ওয়েব্যাক ওয়েডনেস ডে (স্মৃতিকাতরতা বোঝাতে ব্যবহৃত) 

IDC: আই ডোন্ট কেয়ার (পরোয়া করি না) 

IDK: আই ডোন্ট নো (আমি জানি না) 

IRL: ইন রিয়েল লাইফ (বাস্তব জীবনে) 

JK: জাস্ট কিডিং (মজা করছি) 

LMK: লেট মি নো (আমাকে জানাও) 

NBD: নো বিগ ডিল (বড় কিছু নয়) 

NM: নট মাচ (বেশি কিছু না) 

NSFW: নট সেফ ফর ওয়ার্ক 

JIC: জাস্ট ইন কেস (যদি কোনো কারণে) 

WDYMBT: হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? (এটি দিয়ে কী বোঝাচ্ছ?) 

ABITHAD: অ্যানাদার ব্লিথারিং ইডিয়ট থিঙ্কস হি ইজ অ্যা ডক্টর (সবজান্তা দাবিদার ব্যক্তিদের বলা হয়) 

DIET: ডু আই ইট টুডে? (আজ কি খেয়েছি?) 

FF: ফ্রিকোয়েন্ট ফ্লাইয়ার (যিনি বিদেশে প্রচুর ঘোরাঘুরি করেন) 

GOAT: গ্রেটেস্ট অফ অল টাইম (সর্বকালের সেরা) 

GOOGLE: গ্র্যান্ড অনলাইন ওরাকল জেনারেশন লেজিটিমেইট এক্সপ্লেনেশনস 

MAID: মাদার অ্যাকচুয়েলি ইন ডিজগাইজ (মায়ের মতো) 

TEAM: টুগেদার এভরিওয়ান অ্যাচিভস মোর (একতাই বল) 

YOLO: ইউ অনলি লিভ ওয়ানস (জীবন একটাই) 

SALT: সেইম অ্যাজ লাস্ট টাইম (আগেরবারের মতোই) 

AFK: অ্যাওয়ে ফ্রম দ্য কিবোর্ড (কিবোর্ড থেকে দূরে) 

BAE: বিফোর এনিওয়ান এলস (সর্বাগ্রে তুমি) 

CU: সি ইউ (দেখা হবে) 

FOMO: ফিয়ার অফ মিসিং আউট (বাদ পড়ার ভয়) 

JOMO: জয় অফ মিসিং আউট (বাদ পড়ার আনন্দ) 

KK: কুল, ওকে 

NVM: নেভার মাইন্ড (কিছু মনে করবেন না) 

SMH: শেকিং মাই হেড (মাথা ঝাঁকাচ্ছি) 

ADIH: অ্যানাদার ডে ইন হেল (আরও একটি ভয়ংকর দিন) 

AFAIK: অ্যাজ ফার অ্যাজ আই নো (যতদূর জানি) 

AFAIR: অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার (যত দূর মনে পড়ে)।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল