এহসান রানা, ফরিদপুর : ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিভিন্ন স্থানের নদী ও খাল থেকে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব।
দীর্ঘদিন যাবত উপজেলার রানপাশা খালে শ্যালো মেশিনের ড্রেজার বসিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করছে স্থানীয় বালুদস্যু হাসেম সহ একাধিক ব্যক্তিরা ।
এতে হুমকির মুখে পড়ছে নগরকান্দা ফুলসুতি ইউনিয়নের অবস্থিত নদী ও খালের তীরবর্তী রানপাশা সহ আশপাশের গ্রামের ফসলি জমি,বনভূমি, রাস্তাঘাট, ব্রিজ -কালভার্ট ইত্যাদি ।
এ ব্যাপারে নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আহসান মাহমুদ রাসেল বালু দস্যুদের মৌখিকভাবে বারণ করলেও থামছে না অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব। প্রকাশ্যে দিবারাত্রী চলছে বালু উত্তোলন।
এলাকাবাসীরা জানান, শ্যালো মেশিনের বিকট শব্দে নষ্ট হচ্ছে আশপাশের শিক্ষার পরিবেশ; হুমকিতে প্রাকৃতিক পরিবেশ।
অবৈধ বালু উত্তোলনের বিষয়ে বালুদস্যু হাসেম কোন সদুত্তর ও প্রয়োজনীয় কাগজ পত্র দেখাতে পারেনি।
ফুলসুতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ হোসেন জানান, অবৈধ বালু উত্তোলনের বিষয়টি আমাকে সহকারী কমিশনার (ভুমি) অবগত করেছেন, আমি বিষয়টি দেখিতেছি এবং অবৈধ বালু দস্যুদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।
সময় জার্নাল/এমআই