এম.পলাশ শরীফ, বাগেরহাট : বাগেরহাটের মোড়েলগঞ্জে খাবার পানির তীব্র সংকট নিরসনে সরকারিভাবে ভ্রাম্যমান ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ শুরু হয়েছে। শনিবার বিকেলে ৪ টার দিকে উপজেলা চত্বরে এ পানি সরবরাহ কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে। সরবরাহের শুরুতেই পানি নেয়ার জন্য এলাকার শত শত নারী পুরুষ উপচে পড়ে। পানি নেয়ার অপেক্ষায় রয়েছে দীর্ঘ লাইন রয়েছে ।
মোড়েলগঞ্জ পৌরসভাসহ বিভিন্ন এলাকার মানুষ দীর্ঘ কয়েক মাস যাবৎ বিশুদ্ধ পানির অভাবে ভুগছিল। খাবার পানি অভাবে ডায়রিয়া সহ পেটের পিড়ায় এলাকার শত শত পরিবার। পৌর সদরের খাবার পানির একমাত্র পানির উৎস্য থানার পুকুরের খনন কার্য কয়েক মাস ধরে চলছে। যার কারনে পুকুরটি এখন পানি শূণ্য। পাশে প্রশাসন চত্বরে আরো দুটি পুকুর থাকলেও একটির পানি তলানিতে। পানি থেকে গন্ধ পাওয়া যাচ্ছে। এ পুকুরের পানিই এখন পৌরবাসীর একমাত্র ভরসা। আর এ সংকট নিরসনে জন্যই ভ্রাম্যমান ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ শুরু করা হয়েছে।
পানি সরবরাহ কার্যক্রমের উদ্ধোধনীতে উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু, পৌর মেয়র মনিরুল হক তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন, জেলা জনস্বাস্থ্য প্রকৌশলী এসএম ইসমাইল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম , উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, মোরেলগঞ্জে খাবার পানির তীব্র সংকট দেখা দেয়ায় জেলা প্রশাসকের সহায়তায় এ পানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে। এ প্লান্টের মাধ্যমে উপজেলার বিভিন্ন স্পটে এ সরবরাহ কার্যক্রম চলবে
সময় জার্নাল/এমআই