মামুনুর রশীদ, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সীতাকুণ্ড ডিগ্রী কলেজের রোভার স্কাউটের উদ্যোগে তাঁবু ও দীক্ষা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার(৫ জানুয়ারি ২২)সন্ধ্যায় সীতাকুণ্ড ডিগ্রী কলেজের হলরুমে তাঁবু ও দীক্ষা অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।এসময় রোবার সহচর ও সদস্যরা তাঁবু জলসার মাধ্যমে স্কাউটের ঐতিহ্যবাহী অগ্নি প্রজ্বলন,গান,নাচ ও কৌতুকের আয়োজন করেন।
ডিগ্রী কলেজের আরএসএল মোঃ আবুল হাশেম’র সঞ্চালনায় ও সীতাকুণ্ড ডিগ্রী কলেজের রোভার স্কাউট গ্রুপের সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মুসা’র সভাপতিত্বে দীক্ষা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন,উদ্বোধক ছিলেন সীতাকুণ্ড ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আফাজ উদ্দিন,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ ম ম দিলশাদ,সীতাকুণ্ড মডেল থানা ওসি (অপারেশন) আব্দুর রহিম,সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও ভোরের কাগজ সীতাকুণ্ড প্রতিনিধি সাংবাদিক ইউসুফ খান সহ ডিগ্রী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর অজিত কুমার দে,স্কাউটের সদস্যবৃন্দ ও সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ।
তাঁবু জলসা অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন,আমি সব সময় এসব অনুষ্ঠানে উপস্থিত থাকার চেষ্টা করি এতে ভীষণ ভালোলাগা কাজ করে।বিএনসিসি ও রোভার স্কাউট আগামী নেতৃত্ব বা নেতা তৈরীর প্লাটফর্ম এরচেয়ে ভালো কিছু হতে পারেনা।আমরা বলি জন্মগতভাবে কাউকে নেতৃত্ব তৈরি করেনা এটি অনুশীলনের মাধ্যমে আসে।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লিডারশীপ এর প্রসঙ্গ টেনে তিনি বলেন,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্কুল জিবন থেকেই বক্তব্য দিয়ে আসছেন এবং স্কুল ফুটবল টিমের অধিনায়ক ছিলেন।এছাড়া বঙ্গবন্ধুর নেতৃত্ব একদিনে অর্জন হয়নি যদিও জন্মগতভাবে কিছু পেয়ে থাকে।
সুতরাং ছোটবেলা থেকেই তিনি নেতা হিসেবে সবকিছুর দায়িত্ব নিয়েছিলেন।এছাড়া পদ্নাসেতু ও মেট্রোরেলের উদ্বোধন ও স্বপ্নের সোনার বাংলা গঠনে প্রধানমন্ত্রীর বিচক্ষণ নেতৃত্ব বাঙালি জাতি হিসেবে আমাদেরগর্বিত করে।
সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাংবাদিক ইউসুফ খান বলেন,রোভার স্কাউট দীক্ষা আমাদের সুশৃঙ্খল করে।একটি জাতিকে বিনয়ী ও উত্তম কর্মকান্ডে অবদান রাখতে স্কাউটের বিকল্প নেই।সীতাকুণ্ড ডিগ্রী কলেজের সাবেক ছাত্রলীগ নেতা হিসেবে তিনি স্বনামধন্য ওই প্রতিষ্ঠানের প্রশংসা করেন।এছাড়া স্কাউট একটি সেবামূলক সংগঠন ও বটে যাদের নিরলস প্রচেষ্টায় সমাজ ও সংস্কৃতি পরিবর্তন হতে বাধ্য।
সময় জার্নাল/এলআর