১ মার্চ, ২০২১, রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন হয়েছে। গতকাল রাজধানীর সোনারগাঁও হোটেলে এই বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন (কাজল)। এ সময় রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট (২) মোঃ আনোয়ারুজ্জামান, ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) প্রকৌশলী মোহম্মদ সোহেল রানা, ভাইস প্রেসিডেন্ট মোঃ আব্দুল কৈয়ূম চৌধুরীসহ রিহ্যাব পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। সাধারণ সভায় বিপুল সংখ্যক রিহ্যাব সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।
এজিএম এ রিহ্যাব সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বিভিন্ন বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। এই বার্ষিক সাধারণ সভায় ২০১৭, ২০১৮ এবং ২০১৯ সালের কার্যক্রম ও নিরীক্ষিত হিসাব অনুমোদিত হয়। (সংবাদ বিজ্ঞপ্তি)
সময় জার্নাল/