মোঃ এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
‘সুশীল ও শিক্ষিত সমাজ গঠনের লক্ষ্যে সামাজিক উন্নয়নে ঐক্যবদ্ধ হই’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের ‘কৃষ্ণপুর রেমিট্যান্স গ্রুপ’ এর উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার কৃষ্ণপুর মধ্যমপাড়া দারুস সা’আদ কারামতিয়া নূরানী মাদরাসায় মিলাদ মাহফিল, অনুদান হস্তান্তর ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছুপুয়া ছফরিয়া ফাযিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আবদুস সামাদ। বিশেষ অতিথি ছিলেন মাওলানা মিজানুর রহমান।
মাওলানা আবদুল কাদেরের সভাপতিত্বে ও মোঃ হেলাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আবুল কাশেম শামসুদ্দিন, সেক্রেটারী ইঞ্জিনিয়ার ইব্রাহিম হোসেন, অভিভাবক সদস্য মাছুম বিল্লাহ, সমাজ সেবক রেমিট্যান্স গ্রুপের মোঃ মোস্তফা কামাল, রফিকুল ইসলাম রিপন, সাইফুল ইসলাম মফিজ।
অনুষ্ঠানে দারুস সা’আদ কারামতিয়া নূরানী মাদরাসার উন্নয়নে ১০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে। কৃষ্ণপুর রেমিট্যান্স গ্রুপ সমাজের গরীব ও অসহায় মানুষের উপকারে সব সময় সহযোগিতা করার অঙ্গীকার ঘোষণা করেছে।
সময় জার্নাল/এলআর