তিতুমীর কলেজ প্রতিনিধি:
ইসলামী ছাত্র আন্দোলন তিতুমীর কলেজ শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (৬ জানুয়ারি) রাজধানীর বাড্ডায় অনুষ্ঠিত ইসলামী ছাত্র আন্দোলন তিতুমীর কলেজ শাখার এক সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে সংগঠনটির তিতুমীর কলেজ শাখার বিগত সেশনের কমিটি বিলুপ্তি ঘোষণা করে ২০২৩ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির সভাপতি হলেন, শরিফুল ইসলাম যিয়াদ, সাধারণ সম্পাদক- মাসুম বিল্লাহ এবং সহ-সভাপতি, আমিরুল ইসলাম।
উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনটির সাবেক সভাপতি ডিএম শফিকুল ইসলাম বাহার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল ইউসুফ আহমাদ মানসুর, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহা. ফয়জুল ইসলাম।
এমআই