এহসান রানা, ফরিদপুর: জেলার বোয়ালমারী উপজেলায় হারভেস্টার মেশিন দিয়ে কৃষকের ৩ বিঘা জমির ধান কেটে দিলেন ‘শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের’ নেতা-কর্মীরা।
শনিবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার মাধবপুর এলাকাতে ধান কাটার উদ্বোধন করেন সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট সত্যজিৎ মুখার্জী।
এসময় আরও উপস্থিত ছিলেন, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের ফরিদপুর শহর শাখার সভাপতি গোলাম রব্বানী, সাধারন সম্পাদক রাশেদুল ইসলাম মামুন, জেলা শাখার সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক মো. মিজানুল হক রিংকু এবং বোয়ালমারী উপজেলার নেতা-কর্মীরা।
ধারাবাহিক ভাবে বোয়ালমারী এলাকার কৃষকদের ধান কাটা অব্যাহত থাকবে বলে সংগঠনটির নেতা-কর্মীরা জানান।
সময় জার্নাল/আরইউ