সময় জার্নাল ডেস্ক : পুরান ঢাকার আরমানিটোলার রাসায়নিক গুদামে লাগা আগুনে দগ্ধ হওয়া আরও একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম সাফায়েত। তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে ওই অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজনের মৃত্যু হলো।
রোববার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতালটির আবাসিক সার্জন পার্থ শংকর পাল জানান, এ নিয়ে মোট পাঁচজনের মৃত্যু হলো।
গত বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে আরমানিটোলার হাজী মুসা ম্যানশন নামের ওই ভবনটির নিচতলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় সকাল ৯টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় চারজনের লাশ উদ্ধার করা হয়। তারা হলেন- ভবনের নিরাপত্তারক্ষী ওলিউল্লাহ, দোকান কর্মচারী রাসেল মিয়া, ভবনের চারতলার বাসিন্দা শিক্ষার্থী সুমাইয়া এবং ওলিউল্লাহর কাছে বেড়াতে আসা কবীর নামে আরেকজন।
সময় জার্নাল/আরইউ