মো: মঈন উদ্দিন রায়হান : দায়িত্ব পালনকালে নিহত পুলিশ সদস্যদের স্মরণে ময়মনসিংহে পুলিশ মেমোরিয়াল ডে পালন করেছে ময়মনসিংহ রেঞ্জ অফিস। ১লা মার্চ সোমবার সকালে নিহত পুলিশ সদস্যদের স্মরণে পুলিশ লাইন্সে নির্মিত শহীদ বেদিতে পৃথকভাবে ফুলেল শ্রদ্ধা জানায় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার মোঃ হারুনুর রশিদ নেতৃত্বে পুলিশ বাহিনী, র্যাব, বিজিবি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও পুলিশ পরিবারের সদস্যগণ।
এসময় ময়মনসিংহ রেঞ্জ পুলিশের ডিআইজি ব্যারিস্টার মোঃ হারুনুর রশিদ বিপিএম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান পিপিএম।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন মেয়র মোঃ ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান এনডিসি, অতিরিক্ত ডিআইজি ড.আক্কাছ উদ্দীন ভূঁইয়া, জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান, র্যাব-১৪ এর অধিনায়ক লেঃ কর্ণেল নাঈম আহমেদ পিএসসি এলএফসি, পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপার ড. মোঃ আল্-মামুনুল আনছারী, পিবিআই ময়মনসিংহ পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, মহানগর আ’লীগ সভাপতি এহেতেশামূল আলম, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. বিকাশ চন্দ্র রায়, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন প্রমূখ।
এ সময় অতিথিবৃন্দ কর্মকালীন নিহত পুলিশ সদস্যদের পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেন। পরে ৮৭টি পরিবারের নিহত পুলিশ সদস্যদের পরিবারকে উপহার সামগ্রী ও সম্মাননা প্রদান করা হয়।
সময় জার্নাল/