নিজস্ব প্রতিনিধি:
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগকে ধাক্কা দিলে পড়ে যাবে, বিষয়টা এত সহজ নয়।
মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকাল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি ১০ তারিখ নিয়ে আতঙ্ক সৃষ্টি করেছিল। ঢাক-ঢোল পিটিয়ে পরে চলে গেল গোলাপবাগে। তাদের সাথে জুটে গেছে অতি বাম, অতি ডান। সব অতিরা এক জায়গায় হয়ে গেছে। আমাদেরকে নাকি ক্ষমতা থেকে উৎখাত করবে। আওয়ামী লীগ জনগণের কল্যাণে কাজ করে। আওয়ামী লীগকে উৎখাত এত সহজ নয়।
তিনি আরও বলেন, আমাদের আগে ২৯ বছর জিয়া, এরশাদ, খালেদা ক্ষমতায় ছিল। তারা কেন দেশকে উন্নত করতে পারেনি। তারা গণতন্ত্রের কথা বলে। ওদের জন্ম গণতন্ত্র থেকে হয়নি। মিলিটিরি ডিকটেটরের পকেট থেকে, ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা গণতেন্ত্রর চর্চা নিজের দলে করি, দেশেও করি। আজকে নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্স, ছবিসহ ভোটার তালিকা, ইভিএম সবই আমরা চালু করেছি যাতে মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারে। ভোট দিয়ে যে রেজাল্ট আসবে সেটাই মানতে হবে।’
আলোচনা সভায় সূচনা বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের নতুন কমিটির নেতা অধ্যাপক মো. আলী আরাফাত, তারানা হালিম, অধ্যাপক ফারজানা ইসলাম, রামেন্দ্র মজুমদার, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এ মান্নান কচি।
সময় জার্নাল/এলআর