বুধবার, জানুয়ারী ১১, ২০২৩
এম.পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে মাধ্যমিক স্কুল পর্যায়ের ২দিন ব্যাপী শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্ধোধন করা হয়েছে।
বুধবার সকাল ১১টায় অম্বিকা চরণ লাহা উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের এ খেলার আনুষ্ঠানিক উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এসএম তারেক সুলতান।
উপজেলা মাধ্যমিক অফিসের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, অম্বিকা চরণ লাহা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক-এর সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন মাধ্যমিক অফিসার মো. জিয়াদ হাসান প্রমুখ।
উপজেলা পর্যায়ে ১৬টি ইউনিয়নসহ পৌরসভায় ৮টি জোনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শীতকালীন এ ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণ করছেন।
সময় জার্নার/এলআর