বুধবার, জানুয়ারী ১১, ২০২৩
নিজস্ব প্রতিনিধি:
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জসিম উদ্দিনকে বদলি করা হয়েছে। আদালত প্রাঙ্গণ থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনার ৫০ দিন পর এই বদলি করা হল।
জসিম উদ্দিনকে ডিএমপির পিওএম-উত্তর বিভাগে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ আনিসুর রহমান।
ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।
তবে পুলিশ বলছে, দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় নয়, নিয়মিত বদলির কার্যক্রম হিসেবে তাদের বদলি করা হয়েছে।
গত বছরের ২০ নভেম্বর দুপুরে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে পুলিশের ওপর স্প্রে করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি মইনুল হাসান শামীম ওরফে সিফাত সামির ও মো. আবু ছিদ্দিক সোহেল ওরফে সাকিবকে ছিনিয়ে নিয়ে যান জঙ্গিরা।
এসময় ঘটনাস্থল থেকে আসামি মো. আরাফাত রহমান (২৪) ও মো. আ. সবুর ওরফে রাজ ওরফে সাদ ওরফে সুজনকে গ্রেফতার করা হয়। তাদেরও ছিনিয়ে নিতে চেষ্টা করেন জঙ্গিরা।
এ ঘটনায় কোতোয়ালি থানায় ডিএমপির প্রসিকিউশন বিভাগের পুলিশ পরিদর্শক জুলহাস উদ্দিন আকন্দ বাদী হয়ে ২০ জনের নামে একটি মামলা করেন। মামলায় আরও ৭ থেকে ৮ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
এ ঘটনায় ডিএমপির প্রসিকিউশন বিভাগের কয়েকজন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্তও করা হয়।
সময় জার্নার/এলআর