মাহমুদুল হাসান, কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রথম আলো বন্ধুসভার 'নবীনবরণ ও বন্ধু সম্মাননা-২৩' সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেলে প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে এই অনুষ্ঠান আয়োজিত হয়।
মার্কেটিং বিভাগের ১৪তম আবর্তনের শিক্ষার্থী মারিয়া আক্তারের সঞ্চালনায় এবং সংগঠনের সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রষ্টর ড. কাজী ওমর সিদ্দিকী, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান এবং উপদেষ্টা অধ্যাপক ড. জি এম মনিরুজ্জামান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক কাজী আনিসুল হক, ছাত্র উপদেষ্টা মোঃ হাবিবুর রহমান,
কুমিল্লার প্রথম আলো'র জেলা প্রতিনিধি মোঃ গাজীউল হক সোহাগ, বিভিন্ন বিভাগের শিক্ষক ও বন্ধুসভার সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বন্ধুসভার নবীন সদস্যদেরকে মিষ্টি ও ফুল দিয়ে বরণ করে নেয়া হয় এবং বন্ধু সভার ২০২২ কার্যনির্বাহী কমিটির সদস্যদেরকে ক্রেস্ট দিয়ে বিদায়ী সংবর্ধনা জানানো হয়।
এমআই